আমাদের সম্পর্কে
Welcome To
Rakhalia Krishi Bari & Eco Resort
এক নজরে রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট
রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট হলো একটি আধুনিক এগ্রো ইনভেস্টমেন্ট প্রজেক্ট যার আয়তন ১১ একর। নিরাপদ খাদ্য ও পরিবেশ রক্ষায় সমন্বিত কৃষি ফার্ম এখন যুগোপযোগী ও সময়ের দাবী। একটি আদর্শ খামার বাড়ি গড়ে তোলার লক্ষ্যেই আমাদের “রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট” প্রকল্পে কমিউনিটিকে সম্পৃক্ত করে গড়ে উঠবে একটি লাভজনক আধুনিক কৃষির অনুকরণীয় মডেল। সেই লক্ষ্যেই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং খামারে গরু, হাঁস-মুরগি পালন ও মাছ চাষ করার জন্য অভিজ্ঞ কৃষিবিদ নিয়ে এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে।
